Skip to main content

শৈশব শিশুর অধিকার-সমৃদ্ধ জীবন গড়ুন, শিশু বিবাহকে না বলুন






‘শৈশব শিশুর অধিকার-সমৃদ্ধ জীবন গড়ুন, শিশু বিবাহকে না বলুন’ সামাজিক উন্নয়ন প্রচারাভিযানের অংশ হিসাবে গতকাল ভোমরা ইউনিয়নের ৪নং ওয়াডে  সামাজিক ফোরাম সদস্যদের আয়োজনে ও বেসরকারী উন্নয়ন সংগঠন স্বদেশ’র বাস্তবায়নে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রাক্তন বিআরডিবি কর্মকর্তা ছোয়েল উদ্দিনের সভ অনুষ্ঠিত উপস্থিত সদস্যদের মধ্যথেকে  বক্তব্য রাখেন প্রাক্তন মেম্বর  সাজেদা খাতুন, রইচ উদ্দিন,আকলিমা খাতুন বক্তারা তাদের এলাকায় কোন শিশু বিবাহ না দেওয়ার জন্য উপস্থিত সকলকে অনুরোধ করেন এবং জনপ্রতিনিধি, কাজী ও অবিভাবকদেরকে শিশুর শৈশবকালকে উপভোগ করার সুযোগদানের জন্য অনুরোধ করেন্। কারন, কোমলমতি শিশু কিশোররা তাদের কৈশর জীবনের সবচেয়ে গুরুত্বপুর্ণ সময় পার করে। এসময় তারা শারীরিক ও মানষিক ভাবে বিবাহের জন্য প্রস্তুত হয়না, ফলে শিশু বিবাহের ফলে তাকে নুতন অভিজ্ঞতার সন্মুখীন হতে হয় যার জন্য সে মোটেই প্রস্তুত থকে না ফলে পারিবারিক অশান্তি সহ শারীরিক ও মানুষিক ক্ষতির মুখে পড়ে এবং শিক্ষাথেকে ঝরে পড়ে। এসবের ফলে  একটি সুন্দর ভবিষ্যত নষ্ট হয়ে যায়,দেখা দেয় নানাবিধ সামাজিক সমস্যা। তাই আজ থেকে শিশুবিবাহকে আসুন সকলে মিলে আমরা না বলি। সমগ্র অনুষ্টানটি পরিচালনা করেন স্বদেশে’র পিও মোঃ আজাহারুল ইসলাম ও রেশমা খাতুন।

Comments

Popular posts from this blog

Dialogue with UP Members, UDMC, Civil Society and Community Leaders

Project Title   :   Reducing Climate Vulnerability and Protecting Human Rights  through Youth  Engagement  and Community Participation. Implemented Activities   : 1.6.1 Dialogue with UP Members, UDMC, Civil Society and Community Leaders District :     Satkhira Name of Upazila :                                                     Assasuni                                                      5 Unions                                                       (Sreeula, Protapnaga...

Profile of Executive Director

Madhab Chandra Dutta Executive Direcot, SoDESH, Satkhira. Cell:  017711663801 Email:  madhabchandra1@gmail.com Madhab Chandra Dutta is the executive director of SoDESH since 1995.  Key Expertise: 1. Human Rights Monitoring 2. Childs Rights Protection 3. Campaign Against Domestic Violence

Profile of the Chairman

  Md. Aminur Rasul Chairman, Society of Development and Education for Small Households (SoDESH), Satkhira.