Skip to main content

সাতক্ষীরা সদর হাসপাতালে স্বদেশের উদ্যোগে এসিড আক্রান্ত ব্যক্তিদের উন্নত চিকিত্‍সা বিষয়ক ডাক্তার-নার্সদের প্রশিক্ষণ কর্মসুচি

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন স্বদেশ- সাতক্ষীরার নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত।
 জমি নিয়ে বিরোধ, প্র্রেমে ব্যর্থতাসহ বিভিন্ন কারণে সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন এলাকায় এসিড নিৰেপের ঘটছে৷ সহজলভ্যতার কারণে অনেকেই এসিডকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে৷ সারভাইভরদের সরকারি-বেসরকারিভাবে চিকিত্‍সা ও পুনর্বাসন কার্যক্রম আরো জোরদার করতে হবে৷ এর ফলে এসিড আক্রানত্ম ব্যক্তিরা সহজেই সমাজের মূল স্রোতে ফিরে যেতে পারবে৷ আক্রানত্মদের কাছাকাছি সরকারি-বেসরকারি হাসপাতাল, ক্লিনিকগুলোতে চিকিত্‍সার ব্যবস্থা করতে হবে৷ দেশের সকল পর্যায়ের বিশেষ করে সরকারি হাসপাতালগুলোতে বার্ন ইউনিট স্থাপন করতে হবে৷ দেশের বেশিরভাগ হাসপাতালে পৃথক বার্ন ইউনিট না থাকায় দগ্ধ, বিশেষ করে এসিড আক্রানত্ম রোগিদের চিকিত্‍সা সেবা দেয়া সম্ভব হয় না৷ তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে যে সময় নষ্ট হয় তার ফলে তাদের ৰতের পরিমান বেড়ে যায়৷ এ বিষয়ে সকল পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং সুযোগ বৃদ্ধি করা গেলে এসিড দগ্ধ তথা বিভিন্ন প্রকার দগ্ধ রোগীর সংখ্যা কমে আসবে৷ বৃহস্পতিবার সকাল ১০টায় সাতক্ষীরা সদর হাসপাতালে একশন এইড'র সহযোগিতায় ও স্বদেশ-সাতৰীরার আয়োজনে এসিড আক্রানত্মদের উন্নত চিকিত্‍সা সেবা বিষয়ক ডাক্তার ও নার্সদের প্রশিৰণে বিশেষজ্ঞ চিকিত্‍সকগণ এসব কথা বলেন৷
স্বদেশ'র নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্তের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরম্ন হওয়া প্রশিৰণে সহায়কের দায়িত্ব পালন করেন সাতৰীরা সদর হাসপাতালে সার্জিকাল বিভাগের ডা. হাসানুজ্জামান৷ প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশেষজ্ঞ চিকিত্‍সক ডা. অমল বিশ্বাস৷ প্রশিক্ষণে সাতক্ষীরা সদর হাসপাতালের বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিত্‍সক ও সিনিয়র স্টাফ নার্সরা অংশগ্রহণ করেন৷

Comments

Popular posts from this blog

Dialogue with UP Members, UDMC, Civil Society and Community Leaders

Project Title   :   Reducing Climate Vulnerability and Protecting Human Rights  through Youth  Engagement  and Community Participation. Implemented Activities   : 1.6.1 Dialogue with UP Members, UDMC, Civil Society and Community Leaders District :     Satkhira Name of Upazila :                                                     Assasuni                                                      5 Unions                                                       (Sreeula, Protapnaga...

Profile of Executive Director

Madhab Chandra Dutta Executive Direcot, SoDESH, Satkhira. Cell:  017711663801 Email:  madhabchandra1@gmail.com Madhab Chandra Dutta is the executive director of SoDESH since 1995.  Key Expertise: 1. Human Rights Monitoring 2. Childs Rights Protection 3. Campaign Against Domestic Violence

Profile of the Chairman

  Md. Aminur Rasul Chairman, Society of Development and Education for Small Households (SoDESH), Satkhira.